গুগল কেন আপনাকে টাকা দিবে?
আমরা সবাই জানি গুগল পৃথিবীর বৃহত্তম একটি সার্চ ইন্জিন। গুগলের এতো বেশি ইউজার রয়েছে যা পৃথিবীর অন্য কোনো অনলাইন কোম্পানিতে নেই। সেজন্য বিশ্বের বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের পন্যের প্রচারের জন্য গুগলকেই বেশি প্রাধান্য দেয়।
তাই সেইসব কোম্পানি মালিকেরা গুগলকে প্রচুর পরিমাণে টাকা দেয় তাদের পন্যের প্রচার করার জন্য।এখন গুগল এইসব পন্যের প্রচার করে বিজ্ঞাপনের মাধ্যমে। এবং এই বিজ্ঞাপন গুলো প্রচার করে বিভিন্ন ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব বা এপসের মাধ্যমে।
তাদের এই বিজ্ঞাপন গুল প্রচারের কারনে গুগল তাদের পাবলিশারদের সাথে কিছু পার্সেন্ট রেভিনিউ শেয়ার করে। এই রেভিনিউ থেকে পাবলিশাররা খুব সহজেই গুগল থেকে ইনকাম করতে পারে।
অর্থ্যাৎ এই সিস্টেমে গুগল নিজে ইনকাম পাশাপাশি, আমাদের মতো আমজনতাও গুগলের সেই ইনকাম থেকে কিছু পরিমান রেভিনিউ পেয়ে থাকি। এবার আমরা জেনে নিবো, কিভাবে আপনিও এডমোবের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
0 coment rios: