কিভাবে এডমোব থেকে ইনকাম করা যায়?
ইনকাম করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো, এডমোবের সাহায্য ইনকাম করা। আমি এরকম ডজন খানেক ব্যাক্তির সাথে পরিচয় করিয়ে দিতে পারবো৷ যারা এই এডমোব (AdMob) থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে৷
যদি আপনিও এডমোব থেকে ইনকাম করতে চান। তাহলে সর্বপ্রথম আপনার নিজের তৈরি করা এক বা একাধিক Android Apps থাকতে হবে। এবং অবশ্যই সেই Apps এর নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী থাকতে হবে। তাহলে আপনি এডমোব থেকে ইনকাম করতে পারবেন।
যখন আপনার নিজের তৈরি কোনো Apps থাকবে। তখন আপনি গুগলের পাবলিশার হিসেবে দাবি করার জন্য Apply করবেন ৷ যদি আপনার তৈরি করা এপসটি তাদের সম্পূর্ণ গাইডলাইন অনুযায়ী তৈরি করা হয়ে থাকে।
তাহলে গুগল তাদের বিজ্ঞাপন দেখানোর জনৃয রাজি হবে। এবং এরপর থেকে আপনিও সেই Apps থেকে ইনকাম করতে পারবেন।
কিভাবে এডমোব (AdMob) একাউন্ট তৈরি করবেন?
0 coment rios: