Friday 18 2022

জীবন নিয়ে উক্তি


জীবনে শেষ বলে কিছু হয় না,
সবসময়ই কিছু নতুন
তোমার জন্য অপেক্ষা করে থাকে।

বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়,
জীবনের পাতা তার থেকে অনেক বেশি
কিছু শিখিয়ে দিয়ে যায়

নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে,
অন্যের সমালোচনা করার সময় না পাও।

অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো।
নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও।

ডিয়ার জীবন,
যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে
আমিও হারতে শিখিনি…

একটা জিনিষ খেয়াল করে দেখলাম,
জীবনে প্রত্যেক কাজে কমসে
কম সাহস টুকু বুকে রাখতে হয়

জীবন কাঁটাময় এক যাত্রা
সাহস দিয়ে যাকে করতে হয় জয়…
বানানো রাস্তায় তো সবাই চলতে পারে
রাস্তা বানিয়ে নেয় যে, মানুষ বলে তার পরিচয়

তারাই আপনার
অতীত নিয়ে কথা
বলবে, যাদের
আপনার বর্তমান
নিয়ে কথা বলার
যোগ্যতা নাই।

জীবনের সবচেয়ে বড়ো জয় হলো,
এমন কিছু করে দেখানো যা
সবার কাছে কল্পনার অতীত হয়।

জীবনে আঘাত আসাটা
Part Of Life,
আর সেগুলো হাসিমুখে পার করাটা
Art Of Life.

নিজের জীনবটা নিজের মনের মতন সাজাবেন,
কারণ জীবনটা নিজের অন্য কারো না

জীবনের চাহিদা যত কম,
জীবনে তোমার সুখী
হওয়ার সম্ভাবনা তত বেশি..

শুধু এটুকু মনে রাখবে
তোমার জীবনে তুমিই শুধু পার্মানেন্ট,
বাকি সবাই টেম্পোরারি

কখনো শেখা বন্ধ করো না,
কারণ জীবন কখনো শেখানো বন্ধ করে না।

এমন জীবন তুমি
করিয় গঠন
মরিলে হাঁসিবে তুমি,
কাঁদিবে ভূবন।

জীবনে যার লক্ষ্য যত বড়,
তার সফলতাও তত বড়..
তাই নিজের লক্ষ্য বড় করো..
সফল তুমি হবেই

হার মেনে নেওয়ার নাম জীবন নয়.!!
লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন.!!

যারা জিততে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না,
আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনোই জেতে না।

যদি তুমি জীবনে সাফল্য পেতে চায়,
তাহলে একটা নিয়ম সবসময় মনে রেখো,
কখনো নিজেকে মিথ্যা কথা বলো না।

জীবনে কাওকে নিজের থেকে
বেশি ভরসা কোরো না…
কারণ জীবনে সবাই ধোকা দিলে
তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুধু

জীবনে এগিয়ে চলতে হলে,
অপমান গুলোকে সঙ্গে রেখো,
অভিমান গুলোকে নয়…

বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না,
তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না…

যে চেষ্টা করে সে কখনো হেরে যায় না
তাই কখনো হাল ছেড়ে দিয়েও না
সামনে এগিয়ে যাও সফলতা আসবে।

যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি,
সাফল্য তার কাছেই এসে ধরা দেয়,
কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।

এটা সত্যি কথা যে
ঈশ্বর তাদেরকে সবকিছু দেন
যারা তাঁর উপর বিশ্বাস রাখেন,
কিন্তু তোমাকে কিছু দেন নি
কারণ ঈশ্বরের তোমার
উপর বিশ্বাস আছে

যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন,
কারন আপনার গুণ আছে বলেই সে হিংসা করে

সব কিছুতেই ধৈর্য্য লাগে,
স্বল্প চেষ্টায় কিছু হয় না।
সহজে পাওয়া জিনিস,
কিন্তু শেষ অবধি ভাগ্যে সয়না

যদি প্রতিভা থাকে
তাহলে দুনিয়া ঠিক তার
সঠিক মূল্য দেবে,
এক না একদিন।
তাই চেষ্টা না ছেড়ে নিজের
প্রতিভাকে সাফল্যের
জায়গায় নিয়ে যাও…

হার মেনো না,
আজকের দিনটা হয়তো কঠিন,
আগামীদিনটা হয়তো আরো
কঠিন হবে,
কিন্তু পরের দিন নতুন
আলো ঠিকই দেখবে

ঈশ্বরের উপর ভরসা করো..
বড়ো স্বপ্ন দেখো..
কঠোর পরিশ্রম করো,
সফলতা আসবেই

তুমি শুধু কাজ কে ভালোবাসো,
আর ওই কাজ তোমাকে
সাফল্যের চূড়ায় নিয়ে যাবে।

প্রতিদিন নিজেকে নতুন
নতুন সমস্যার মোকাবিলা করাও..
তাহলে দেখবে একটা
এমন দিন আসবে,
যেদিন বড় থেকে বড়
সমস্যাও তোমার জীবনে
একটুও প্রভাব ফেলতে পারবে না..

মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই।
জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই।
কারণ, সবাই কষ্ট দিতে পারে কিন্ত ,
কেউ কষ্টের ভাগ নিতে পারে না…

তুমি যখন খুব কঠিন পরিস্থিতির
মধ্যে দিয়ে যাচ্ছ,
তখন থেমোনা,
চলতে থাকো…
ভালো সময় তোমারও আসবে।

অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে,
নিজেকে বরং উপযোগী করে তোলো,
যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে।

জীবনটাও সবসময় মসৃণভাবে চলে না,
সমস্যা আসবেই…
কিন্তু সেই সমস্যা আসা মানে জীবনের শেষ নয়,
সমস্যা উদ্ভাবনী ক্ষমতার জন্ম দেয়,
যা সাহায্য করে নতুন ভাবে জীবন শুরু করতে..

নিজেকে কখনও ছোট করে দেখো না,
তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে।
আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়।
আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না।

যখন জীবন তোমাকে কোনো কঠিন সমস্যার মুখোমুখি ফেলবে,
তখন জিজ্ঞাসা কর না যে “আমিই কেন?”
বরং হাসি মুখে বলো, “আমিই পারবো।”

সমস্যায় পড়ে যদি ভেঙে পড়ো,
সমস্যা তোমার উপর চেপে বসবে।

জীবন হলো এক জটিল খেলা,
ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি
তাকে জয় করতে পারো।

একটা সঠিক সিদ্ধান্ত
তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুন করে দেয়,
আর একটা ভুল সিদ্ধান্ত
দ্বিগুন করে দেয় তোমার অভিজ্ঞতাকে..
তাই যে অবস্থাতেই থাকো না কেন,
চিন্তা কোরো না।

কাউকে চমকে দেওয়ার জন্য
কিছু করার দরকার নেই,
এমন কিছু করো যা নিজের
মনকে শান্তি দিতে পারে।

জীবন একটা যুদ্ধ ময়দান,
এখানে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয়।
যারা জীবনে লড়তে ভয় পায়,
তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই।
এটাই বাস্তবতা।

মিডিল ক্লাস ছেলেরা
হয়তো রোজগার কম করতে পারে
তবে কারও কাছে হাত পাতে না..

অতীত ভুলে ভবিষ্যৎ নিয়ে
বেঁচে থাকার নামই জীবন।

যখন জীবন তোমাকে কোনো
কঠিন সমস্যার মুখোমুখি
ফেলবে,তখন জিগেশ
কর না যে “আমি কেন?”
বরং হাসি মুখে বলো,
“চেষ্টা করেই দেখি।”

জীবনে তুমি যতক্ষন জিততে থাকবে
ততক্ষণ হাত তালির অভাব হবে না।
কিন্ত যদি হেরে যাও তখন ধরার জন্য
একটি হাত পাওয়া ও দুষ্কর।
ভয় পেয়ো না নিজের উপর
বিশ্বাস রাখো,আবার তুমি উঠে দাঁড়াবেই।

জীবন যত সুযোগ দেয় সবকটি
কাজে লাগানোর চেষ্টা করো কারণ,
কোনো কোনো জিনিস জীবনে একবারই
সুযোগ দেয়..

কখনো কারো ওপর
চোখ বন্ধ করে বিশ্বাস করো না।
কারণ, এই দুনিয়া এত ভালো নয়
যে তোমার বিশ্বাস বজায় রাখবে।

ফেল মানে শুধু ব্যর্থতা নয়!
ফেল মানে শিক্ষার প্রথম ধাপ পেরোনো!

রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া,
এবং খুশির সময় কাউকে কোনো প্রতিজ্ঞা
দেওয়া উচিত নয়…

বড়োলোক না হলেও
বড়ো মনের মানুষ হওয়া জরুরী।
বুদ্ধি না থাকলেও বিবেক থাকাটা জরুরী।

কাজ এমন করো
যেন তুমি মারা যাওয়ার
পরেও লোকের মনে এবং
মুখে তুমি জীবিত থাকো
বছরের পর বছর…

জীবনের ছোট ভুলগুলিই,
বড়ো ভুলের কারণ হয়ে দাঁড়ায়।

জীবন একটি গল্পের মতো,
এই গল্পের যতটুকু জানানোর থাকে,
চাইলে ঠিক ততটুকুই জানানো যায়।
আর যা জানানো হয় না,
তা কখনো কেউ জানে না।

তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেলে
সেটার জন্য আফসোস কোরো না,
এটা জানবে যে তার পরিবর্তে ভালো কিছু
তোমার জন্য অপেক্ষা করে আছে।

জীবনের সবচেয়ে বড়ো গুরুমন্ত্র হল,
কখনো নিজের গোপন কথা
কারো সাথে ভাগ করতে যেও না…
তা তোমায় ধ্বংস করে দিতে পারে।

একা থাকতে কখনো ভয় পেয় না,
কারণ বাজপাখি সবসময় একাই ওড়ে,
আর পায়রা ওড়ে দল বেঁধে…

খুশি থাকুন কারণ জীবনে সবই চলতে থাকবে,
কখনো কোনো আপন মানুষ দূরে চলে যাবে,
আবার কখনো কোনো পর আপন হয়ে যাবে।

জীবনে ভালো লোক খুঁজতে
গিয়ে সময় নষ্ট করো না…
নিজে ভালো হয়ে যাও…
হয়তো তোমাকে পেয়ে কারো
খোঁজ সম্পূর্ণ হয়ে যাবে…


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: