Friday 18 2022

বন্ধু নিয়ে কবিতা


“বন্ধু বলে ডাকো যারে,
সে কি তোমায় ভুলতে পারে,
যেমন ছিলাম তোমার পাশে,
আজও আছি ভালোবেসে।”

“বন্ধু তুমি আপন হয়ে,
বাধলে বুকে ঘর।
কষ্ট পাব আমায় যদি,
করে দাও পর।
সুখের নদী হয়না যেন
দুঃখের বালু চর।
সব সময় নিও বন্ধু তুমি
আমার খবর..!!”

“বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক,
গল্প করবো তোমার সাথে
আমি সারা রাত,
তুমি যদি কষ্ট পাও,
আমায় দিও ভাগ,
তোমার কষ্ট শেয়ার করব,
হাতে রেখে হাত।”

“পৃথিবীতে সবচেয়ে মূল্যবান,
সম্পর্ক হলো খাঁটি বন্ধুত্ব,
যদি বন্ধু ভালো হয়
তাহলে সেখানে,
অশ্রুর কোনো ঠাই নেই।”

“বন্ধু মানে No Thanks No Sorry
বন্ধু মানে Fun Is Very Very
বন্ধু মানে আমি আছিতো
Don’t Worry

“বুকের ভিতর মন আছে
মনের ভিতর তুমি।
বন্ধু হয়ে তােমার হৃদয়ে,
থাকতে চাই আমি।”

“বন্ধুত্ব হয় Onetime,
But সত্যিকারের বন্ধুত্ব গুলােই
টিকে থাকে Lifetime

“মেঘের হাতে একটি চিঠি
পাঠিয়ে দিলাম আজ,
বন্ধু আছি অনেক দূরে,
হাতে অনেক কাজ।
বৃষ্টি তুমি একটি বার জানিয়ে
দিও তাকে,
বন্ধু তােমার পাশেই আছি
হাজার কাজের ফাঁকে!”

“সত্যিকারের বন্ধু আর ছায়ার মাঝে
অনেকটাই মিল আছে।
কারণ, সত্যিকারের বন্ধু সুখে–দুঃখে
ছায়ার মতোই পাশে থাকে।”

“ভালো একজন বন্ধু যতোই ভুল করুক,
তাকে কখন্ও ভুলে যেও না।
কারন,জল​ যতোই ময়লা হোক,
আগুন নিভাতে সেই জল​ই
সবচেয়ে বেশি কাজে লাগে।”

“আকাশ দেখেছি,
নদী দেখেছি,
দেখেছি অনেক তারা..
দেখেনি আজও ফেসবুকে
আমার আসল বন্ধু কারা।”

“অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা,
আলোতে একা হাঁটার চেয়েও ভালো।”

“কষ্ট করে লিখলাম বন্ধু,
মন দিয়ে পড়াে।
পড়ার পরে হৃদয় দিয়ে আমায়
মনে করাে।
তােমার কাছে কে প্রিয়
জানি না তাে আমি,
আমার কাছে সাবার চেয়ে
প্রিয় বন্ধু তুমি।”

“বন্ধু মানে অবহেলা নয়,
বন্ধুকে আপন করে নিতে হয় ,
বন্ধু হল সুখ-দুঃখের সাথী,
এমন বন্ধু রেখাে না যে
তােমার করে ক্ষতি!”

“বন্ধু আমার অনেক দামি,
সবচেয়ে সেরা বন্ধু তুমি।
বন্ধু আমার কষ্ট বােঝে
বন্ধু শুধু আমাই খোঁজে।
বন্ধু তুমি থাকলে পাশে,
কাঁদে না মন শুধু-ই হাঁসে।
বন্ধু আমার হাঁসি মুখে,
যেন সারা জীবন বেঁচে থাকে।
থাকব মােরা মিলেমিশে,
হাঁসি কান্না যাইবা আসে।”

“নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়,
আর তুমি বেছে নাও তোমার বন্ধু।”

“বীরের পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে,
বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময়।”

“যে বন্ধু সুদিনে ভাগ বসায়..
আর দুর্দিনে ত্যাগ করে চলে যায়,
সেই তোমার সবচেয়ে বড় শত্রু।”

“তুমি কখনও বন্ধুত্বকে
কিনতে পারবে না,
তুমি এটা উপার্জন করে নাও।
কেউ যদি সাহায্যের জন্য আসে,
তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।”

“আমাদের এই বন্ধুত্ব,
যেন সমুদ্রের মাঝে গভীর ঘনত্ব।
আজ হৃদয় মাঝে বন্ধু শুধু
তােমার-ই রাজত্ব।
হে ঈশ্বর, যেন অমর রহে
আমাদের এই বন্ধুত্ব।”

“ভালবাসা তৈরী হয় ভাললাগা থেকে,
স্বপ্ন তৈরী হয়,কল্পনা থেকে,
অনুভব তৈরী হয় অনুভূতি থেকে,
আর বন্ধুত্ব তৈরী হয় মনের গভীর থেকে।”

“দুঃখ তুমি প্রমিস করো,
আমায় ছোবে না!
সুখ তুমি প্রমিস কর,
আমায় ছাড়বে না!
চোখ তুমি প্রমিস কর,
আমায় কাঁদাবে না!
আর বন্ধু তুমি প্রমিস কর,
আমায় ভুলবে না।”

“নরমাল হাতের Sweet লেখা।
বন্ধু আমি ভারী একা।
চাঁদের গায়ে জোৎসনা মাখা,
মনটা আমার ভিষন ফাঁকা
ফাঁকা মনটা পূরণ কর,
একটু আমায় স্বরন কর।”

“বন্ধু আমার জানের জান,
SMS শুধু পড়তে চান,
লিখতে গেলে মন আনচান,
ব্যালেন্স নিয়ে শুধু টেনশান,
এই করে শুধু-টাকা বাচান,
কিপটামী ছেড়ে-SMS পাঠান!”

“কোন মানুষই অপ্রয়োজনীয় নয়,
যতোক্ষন তার একটিও বন্ধু আছে।”

“একটি ভালো বই
একশ জন বন্ধুর সমান।
কিন্তু একজন ভালো বন্ধু
একটি লাইব্রেরীর সমান।”

বন্ধুত্ব হচ্ছে চুইংগামের মতো,
যা একবার মনে স্থান করে নিলে,
ছাড়াতে চাইলেও তা সম্ভব হয় না।”

“যে মানুষটি তোমার
বিপদের সময় এড়িয়ে,
সুখের সময় কাছে থাকে
সে তোমার প্রকৃত বন্ধু হতে পারেনা।
বরং যে মানুষটি তোমার
বিপদের সময় পাশে থাকে,
সেই তোমার প্রকৃত বন্ধু।”

সত্যিকারের বন্ধু
জীবন থেকে হারিয়ে যেতে পারে,
কিন্তু মন থেকে নয়
সত্যিকারের ভালবাসার মানুষ
জীবন থেকে চলে যেতে পারে,
কিন্তু হৃদয় থেকে নয়।”

“হয়তো সময় যাবে থেমে,
হয়তো সুর্য যাবে ডুবে,
হয়তো কেউ রবে না পাশে,
ভয় পেয় না তুমি হবেনা একা,
হাত বাড়ালেই পাবে তুমি
তোমার বন্ধুর দেখা।”


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: